History Of Hadith Compilation (হাদীস সংকলনের ইতিহাস)
History Of Hadith Compilation
History of Hadith Compilation
It is not possible to present all the necessary and important
discussions of Hadith Shastra in this brief introduction. A separate
book is required for this. Here an attempt is made to present a brief
history of hadith collection and compilation. By this, it can be assumed
that this priceless wealth of the hadith of the Messenger of Allah, may
God bless him and grant him peace, has reached us after passing through
some stages for these thirteen hundred years. By this, it will also be
known that some great people dedicated their lives to deliver this
sacred source of knowledge, science and guidance to the future
generations in a preserved form and did not hesitate to put their lives
in this work if necessary. The hadiths of the Messenger of Allah, may
God bless him and grant him peace, have reached us through three
reliable channels.
(1) in written form,
(2) by retention in memory;
(3) Through reading. The collection of hadiths can be divided into
four eras during compilation, arrangement and bibliography.
First era
The first period from the era of the Messenger of Allah, may God bless him and grant him peace, to the end of the 1st Hijri century: The identity of some of the famous hadith collectors, compilers and hafiz of this era is given below:
eThe famous hafiz of hadith:
(1) Hazrat Abu Huraira Radiyallahu Anhu (Abdur Rahman): He passed away
in 59 Hijri at the age of 78. The number of hadith narrated by him is
5374 and the number of narrators of hadith from him is about eight
hundred.
(2) Hazrat Abdullah Ibn Abbas Radiyallahu Taala Anhuma: He died at the
age of 71 in 68 Hijri. The number of hadith narrated by him is 2660.
(3) Hazrat Ayesha Siddiqa Radviallahu Taala Anha: She passed away in
58 Hijri at the age of 67. The number of hadith narrated by him is
2210.
(4) Hazrat Abdullah Ibn Umar Radiyallahu Taala Anhu: He died in 73
Hijri at the age of 84. The number of hadith narrated by him is 1630.
(5) Hazrat Jabir Ibn Abdullah Radviallahu Taala Anhu: He died at the
age of 94 in 78 Hijri. The number of hadith narrated by him is 1560.
(6) Hazrat Anas Ibn Malik Radiyallahu Taala Anhu: He died in 93 Hijri
at the age of 103 years. The number of hadith narrated by him is 1286.
(7) Hazrat Abu Saeed Khudri (Ra): He passed away at the age of 84 in
74 Hijri. The number of hadith narrated by him is 1170. Each of these
great companions had memorized more than a thousand hadiths. Moreover,
Hazrat Abdullah Ibn Amr Ibnul As (died 63 Hijri), Hazrat Ali
Karramallahu Wajhahu (died 40 Hijri) and Umar Farooq (died 23 Hijri)
Radi Allahu Anhum are included among those Companions whose number of
narrated hadiths is between 500 and 1000.
হাদীস সংকলনের ইতিহাস
হাদীস সংকলনের ইতিহাস হাদীস শাস্ত্রের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ
আলোচনা এই সংক্ষিপ্ত ভূমিকায় উপস্থাপন করা সম্ভব নয় । এ জন্য স্বতন্ত্র
একখানা গ্রন্থ রচনার প্রয়োজন । এখানে হাদীস সংগ্রহ ও সংকলনের একটি
সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হচ্ছে । এর দ্বারা অনুমান করা
যাবে যে , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীসের এ
অমূল্য সম্পদ এ তের শত বছর যাবৎ কোন কোন পর্যায় অতিক্রম করে আমাদের কাছে
এসে পৌঁছেছে । এর দ্বারা আরো জানা যাবে যে , কোন্ মহান ব্যক্তিবর্গ জ্ঞান
- বিজ্ঞান ও হেদায়াতের এ পবিত্র উৎসকে ভবিষ্যত বংশধরদের কাছে সংরক্ষিত
আকারে পৌঁছে দেয়ার জন্য নিজেদের জীবন ওয়াক্ফ করে দিয়েছিলেন এবং
প্রয়োজনবোধে এ কাজে নিজেদের জীবনবাজি রাখতেও কুণ্ঠিত হননি । তিনটি
নির্ভরযোগ্য মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর
হাদীসসমূহ আমাদের কাছে পৌঁছেছে ।
( ১ ) লিপিবদ্ধ আকারে ,
( ২ ) স্মৃতিতে ধরে রাখার মাধ্যমে ;
( ৩ ) পঠন - পাঠনের মাধ্যমে । হাদীস সংগ্রহ , বিন্যাস ও
গ্রন্থাকারে সংকলনের সময় সমষ্টিকে চার যুগে বিভক্ত করা যায় ।
প্রথম যুগ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগ থেকে ১ ম হিজরী
শতকের শেষ পর্যন্ত ঃ এ যুগের হাদীস সংগ্রাহক , সংকলক ও হাফিযগণের
প্রসিদ্ধ কয়েকজনের পরিচয় নিম্নে তুলে ধরা হল :
হাদীসের প্রসিদ্ধ হাফিযগণ :
( ১ ) হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু ( আবদুর রহমান ) : তিনি
৭৮ বছর বয়সে ৫৯ হিজরীতে ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা
৫৩৭৪ এবং তাঁর থেকে হাদীস বর্ণনাকারীর সংখ্যা প্রায় আটশত ।
( ২ ) হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহুমা : তিনি
৭১ বছর বয়সে ৬৮ হিজরীতে ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা
২৬৬০ ।
( ৩ ) হযরত আয়েশা সিদ্দীকা রাদ্বিয়াল্লাহু তাআলা আনহা : তিনি ৬৭ বছর
বয়সে ৫৮ হিজরীতে ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ২২১০
।
( ৪ ) হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু : তিনি ৮৪
বছর বয়সে ৭৩ হিজরীতে ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ১৬৩০
।
( ৫ ) হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু :
তিনি ৯৪ বছর বয়সে ৭৮ হিজরীতে ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের
সংখ্যা ১৫৬০ ।
( ৬ ) হযরত আনাস ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু : তিনি
১০৩ বছর বয়সে ৯৩ হিজরীতে ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা
১২৮৬ ।
( ৭ ) হযরত আবু সাঈদ খুদরী ( রাঃ ) : ৮৪ বছর বয়সে ৭৪ হিজরীতে
ইন্তিকাল করেন । তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ১১৭০ । এ ক’জন মহান
সাহাবীর প্রত্যেকেরই এক হাজারের অধিক হাদীস মুখস্থ ছিল । তাছাড়া হযরত
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস ( মৃত্যু ৬৩ হিজরী ) , হযরত আলী
কাররামাল্লাহু ওয়াজহাহু ( মৃত্যু ৪০ হিজরী ) এবং উমর ফারুক
রাদ্বিয়াল্লাহু আনহু ( মৃত্যু ২৩ হিজরী ) রাদ্বিয়াল্লাহু আনহুম সেসব
সাহাবীর অন্তর্ভুক্ত যাঁদের বর্ণিত হাদীসের সংখ্যা ৫০০ থেকে এক হাজারের
মধ্যে ।
History Of Hadith compilation (Part 2)
Language English
Similarly,
Hazrat Abu Bakr Radiyallahu Anhu (died 13 Hijri),
Hazrat Uthman (R) (died 36 Hijri),
Hazrat Umm Salma (died 59 Hijri),
Hazrat Abu Musa Ashari (died 52 Hijri),
Hazrat Abuzar Giffari (died 32 Hijri)
Abu Ayyub Ansari (died 51 Hijri) has narrated more than one hundred and less than five hundred hadiths from each of them. Apart from the Companions, it is also worth remembering the words of a group of great scholars of this era, whose tireless work and dedicated efforts will continue to benefit Millate Islamia from the collection of hadiths to the Day of Judgment.
Some of them are mentioned here.
(1) Saeed Ibnul Musayyab (RA): Umar Farooq was born in Madinah in the second year of the Caliphate of God and died in 105 Hijri. He learned Hadith from Hazrat Uthman Radiyallahu Anhu, Hazrat Ayesha Radiyallahu Anha, Hazrat Abu Huraira Radiyallahu Anhu, Hazrat Zaid Ibn Thabit Radiyallahu Anhu and others.
(2) Urwa Ibnuz Zubair (RA): He was one of the distinguished scholars of Madinah. He is the niece of Hazrat Ayesha Radiyallahu Anha. He narrated most of the hadiths from him. Later, he learned Hadith from Hazrat Abu Huraira Radiyallahu Anhu and Zayd Ibn Thabit Radiyallahu Anhu. Scholars like Saleh Ibn Qaisan and Imam Zuhri were among his students. He passed away in 94 Hijri.
(3) Salem Ibn Abdullah Ibn Umar Radiyallahu Anhu: He was one of the famous seven jurists of Madinah. He learned hadith from other companions including his father and grandfather. Nafe', Imam Zuhri and other famous hadith scholars Tabi'i were his students. He passed away in 106 Hijri.
(4) Nafe' (RA): He is the freed slave of Abdullah Ibn Umar (Radhiyallahu Anhu). He was a distinguished student of his master and teacher of Imam Malik (RA). He narrated most of the hadiths on the authority of Ibn Umar (RA). He passed away in 117 Hijri. The compilations of this era (one) 'Sahifay Sadeqah: This is a hadith book compiled by Hazrat Abdullah Ibn Amr (RA) Ibnul As. He had a deep interest in writing books of hadith. He used to write down what he heard from the Messenger of Allah (peace and blessings of Allah be upon him). That is why the Messenger of Allah, may God's prayers and peace be upon him, gave him permission.
He passed away in 63 Hijri at the age of 77. About one thousand hadiths were compiled in this book. This library was kept by his family for several ages. At present it exists in full in the book called Musnad Ahmad compiled by Imam Ahmad Ibn Hanbal (RA).
Language Bangla
অনুরূপভাবে হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু ( মৃত্যু ১৩ হিজরী ) , হযরত উসমান ( রাঃ ) ( মৃত্যু ৩৬ হিজরী ) , হযরত উম্মে সালমা ( মৃত্যু ৫৯ হিজরী ) হযরত আবু মুসা আশআরী ( মৃত্যু ৫২ হিজরী ) , হযরত আবুযর গিফারী ( মৃত্যু ৩২ হিজরী ) হযরত আবু আইয়ুব আনসারী ( মৃত্যু ৫১ হিজরী ) রাদ্বিআল্লাহু আনহুম প্রত্যেকের থেকে এক শতের অধিক এবং পাঁচ শতের কম হাদীস বর্ণিত আছে । সাহাবীদের ছাড়া এ যুগের একদল মহান তাবিঈর কথাও স্মরণ করার যোগ্য , যাঁদের নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ প্রচেষ্টায় হাদীস - ভাণ্ডার থেকে মিল্লাতে ইসলামিয়া কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে । তাঁদের মধ্য থেকে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হল । ( ১ ) সাঈদ ইবনুল মুসাইয়্যাব ( রহঃ ) ঃ উমর ফারুক রাদ্বিয়াল্লাহু তাআলা আনহ এর খিলাফতের দ্বিতীয় বর্ষে মদীনায় জন্মগ্রহণ করেন এবং ১০৫ হিজরীতে ইন্তিকাল করেন । তিনি হযরত উসমান রাদ্বিয়াল্লাহু আনহু , হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা , হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু , হযরত যাইদ ইবনে সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীর কাছে হাদীসের শিক্ষা লাভ করেন । ( ২ ) উরওয়া ইবনুয যুবাইর ( রহঃ ) ঃ তিনি মদীনার বিশিষ্ট আলেমগণের অন্তর্ভুক্ত ছিলেন । তিনি হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা এর বোনপুত্র । তিনি তাঁর কাছ থেকেই বেশির ভাগ হাদীস বর্ণনা করেছেন । অনন্তর তিনি হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু ও যায়েদ ইবনে সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু এর কাছেও হাদীসের শিক্ষা লাভ করেন । সালেহ ইবনে কাইসান ও ইমাম যুহরীর মত আলেমগণ তাঁর ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন । তিনি ৯৪ হিজরীতে ইন্তিকাল করেন । ( ৩ ) সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু আনহু ঃ তিনি মদীনার প্রসিদ্ধ সাতজন ফিকহবিদদের অন্তর্ভুক্ত ছিলেন । তিনি তাঁর পিতা ও পিতামহসহ অপরাপর সাহাবীর কাছে হাদীস শিক্ষা লাভ করেন । নাফে ' , ইমাম যুহরী ও অপরাপর প্রসিদ্ধ হাদীস বিশারদ তাবিঈগণ তার ছাত্র ছিলেন । তিনি ১০৬ হিজরীতে ইন্তিকাল করেন । ( ৪ ) নাফে ' ( রহঃ ) ঃ তিনি আবদুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু আনহু এর মুক্তদাস । তিনি তাঁর মনিবের বিশিষ্ট ছাত্র এবং ইমাম মালেক ( রঃ ) -এর শিক্ষক ছিলেন । তিনি ইবনে উমর ( রাঃ ) -এর সূত্রেই বেশির ভাগ হাদীস বর্ণনা করেছেন । তিনি ১১৭ হিজরীতে ইন্তিকাল করেন । এ যুগের সংকলনসমূহ ( এক ) ' সহীফায়ে সাদেকাহ : এটি হযরত আবদুল্লাহ ইবনে আমর ( রাঃ ) ইবনুল আস কর্তৃক সংকলিত হাদীস গ্রন্থ । হাদীসের গ্রন্থ রচনার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যা শুনতেন তা লিখে রাখতেন । এজন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাঁকে অনুমতি প্রদান করেছিলেন । তিনি ৭৭ বছর বয়সে ৬৩ হিজরীতে ইন্তিকাল করেন । এ গ্রন্থে প্রায় এক হাজার হাদীস সংকলিত হয়েছিল । এ গ্রন্থখানা কয়েক যুগ ধরে তাঁর পরিবারের লোকদের কাছে সংরক্ষিত ছিল । বর্তমানে তা ইমাম আহমদ ইবনে হাম্বল ( র ) -এর সংকলিত মুসনাদে আহমদ নামক গ্রন্থে পূর্ণরূপে বিদ্যমান রয়েছে ।History Of Hadith compilation (Part -3)
(2) 'Sahifay Sahiha': compiled by Hammam Ibn Munabbeh (died 101 Hijri). He was a student of Hazrat Abu Hurairah Radiyallahu Anhu. He recorded the hadiths narrated by his teacher Muhtaram in this book. Manuscript copies of the book are preserved in the libraries of Berlin and Damascus. Imam Ahmad (RA) has included the complete book titled Hadiths Narrated by Abu Huraira Radiyallahu Anhu in his Musnad. This collection has been printed and published from Hyderabad (Deccan) some time ago by the efforts of Dr. Hamidullah Sahib. It contains 138 hadiths. This collection is only a part of the hadiths narrated by Hazrat Abu Hurairah Radiyallahu Anhu. Most of its hadiths are found in Sahih Bukhari and Sahih Muslim. The main text is almost the same, there is no special variation.
. (3) Another student of Hazrat Abu Hurairah Radiyallahu Anhu, Bashir Ibn Naheek also prepared a compilation. Before the death of Abu Hurairah Radiyallahu Anhu, he recited this collection to him and he authenticated it. For detailed information on this subject, see the introduction to Sahifay Ibn Hammam, edited by Dr. Hamidullah.
(4) Musnad Abu Hurairah Radiyallahu Anhu: This compilation was prepared during the time of the Companions. A handwritten copy of it was preserved by Abdul Aziz ibn Marwan (d. 86 AH), the father of Umar ibn Abdul Aziz (RA) and governor of Egypt. He wrote to Qasir Ibn Murra, write down the hadiths of the Companions that are current with you and send them to me. But there is no need to write and send the hadith narrated by Hazrat Abu Hurairah (RA). Because it is available to me in written form. A copy of Musnad Abi Huraira (RA) written by Allama Imam Ibn Taymiyyah (RA) is present in the library of Germany. (Introduction to Tirmidhi's Sharah Tuhfatul Ahwazi book, p. 165)
(5) Sahifay Hazrat Ali (RA): It is known from the commentary of Imam Bukhari (RA) that this collection was quite large. Among them, Zakat, Harem of Madinah, Farewell Hajj speech and sections of Islamic constitution were described in detail.
(Sahih Bukhari Kitabul I'tisam Bil Kitab Was Sunnah, 1st Vol. p. 451)
(Six) The written speech of the Messenger of Allah, may God bless him and grant him peace, was recorded at the request of the Prophet, may God bless him and grant him peace, Abu Shah Yamani (RA) during the conquest of Makkah. allowed to do. This speech contains guidance on human rights.
(Sahih Bukhari Vol. 1, p. 20)
(Seven) Sahifa's of Hazrat Jabir (RA): The hadiths narrated by Hazrat Jabir Ibn Abdullah (RA) were compiled in written form by his students Wahhab Ibn Munabbih (died 110 AH) and Sulaiman Ibn Qays Lashqori. . Hajj rules and farewell Hajj speeches have been recorded in this compilation.
(Eight) Traditions Ayesha Siddiqa (RA): Hadiths narrated by Hazrat Ayesha (RA) were recorded by her student and nephew Urwa Ibnuz Jubayer (RA). (Tahjibut Tahjib, Volume 7, p. 183)
(Nine) Ahadith Ibn Abbas (RA): This is a collection of hadiths narrated by Hazrat Abdullah Ibn Abbas (RA). Tabiee Hazrat Saeed Ibn Zubair used to compile his hadiths in written form.
(10) In Sahifa Anas Ibn Malek (RA): Saeed Ibn Helal said, Anas (RA) used to take out a collection written by his own hand and show us and say these hadiths I heard directly from the Messenger of Allah, may God bless him and grant him peace, and recited them after writing them down. I have confirmed it after listening to him. (Introduction of Sahifay Hammam p. 34)
(Eleven) When sending Amr Ibn Hazm (RA) who was appointed as the governor of Yemen, the Prophet (SAW) gave a written instruction. He not only preserved this instruction, but added more orders of the Messenger of Allah, peace and blessings be upon him, to make a beautiful compilation. (Dr. Hamidullah, Al Wasayikus Siasia, p. 105) (Bar) Risala Samura Ibn Jundub (RA): His son inherited it from him. It is a remarkable collection of hadith. Many hadiths were included in it. (Tahjibut Tahjib, 4th volume, p. 236)
(Thirteen) Sahifae Sa'd Ibn Ubada (ra): Companion of the Messenger of Allah, may God bless him and grant him peace. He knew education from Jahili period. All the hadiths he used to narrate were recorded in this collection.
(Fourteen) Narrated by Ma'an: He said, Abdur Rahman, the son of Abdullah Ibn Mas'ud (RA) brought a book before me and swore that it is a book written by the hand of my father Abdullah Ibn Mas'ud (RA). (Jamiul Ilam, p. 37) (Panar) Maktubate Nafe' (r) : Sulaiman Ibn Musa said, Abdullah Ibn Umar, may Allah be pleased with him, used to narrate hadiths and his freed slave and student Nafe' used to write them down. (Darimi, p. 69, Introduction by Sahifa Ibn Hammam, p. 45) If the research and search process continues, many more collections can be found apart from the mentioned collections. During this period, the Sahabah Kiram and the senior Tabi'i were mostly interested in recording the hadiths preserved in their personal memories. But in the later era, the work of collecting and compiling hadiths became more widespread. The hadith compilers of this era also added the hadiths collected by the muhaddiths of their respective cities and regions to their own personal collections.
হাদীস সংকলনের ইতিহাস (পর্ব-৩)
( দুই ) ' সহীফায়ে সহীহা ' : হাম্মাম ইবেন মুনাব্বেহ ( মৃত্যু ১০১ হিজরী ) এ গ্রন্থখানা সংকলন করেন । তিনি হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু এর একজন ছাত্র ছিলেন । তিনি তাঁর উস্তাদ মুহতারামের বর্ণিত হাদীসগুলো এ গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন । গ্রন্থটির হস্তলিখিত কপি বার্লিন ও দামিশকের গ্রন্থাগারসমূহে সংরক্ষিত আছে । ইমাম আহমদ ( র ) তাঁর মুসনাদ গ্রন্থে আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসসমূহ শিরোনাম পূর্ণ গ্রন্থটি সন্নিবেশ করেছেন । এ সংকলনটি কিছুকাল পূর্বে ডঃ হামীদুল্লাহ সাহেবের প্রচেষ্টায় হায়দরাবাদ ( দাক্ষিণাত্য ) থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছে । এতে ১৩৮ টি হাদীস সংরক্ষিত আছে । এ সংকলনটি হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদীসসমূহের একটি অংশ মাত্র । এর অধিকাংশ হাদীস সহীহ বুখারী ও সহীহ মুসলিমেও পাওয়া যায় । মূল পাঠ প্রায় একই , বিশেষ কোন তারতম্য নেই ।( তিন ) হযরত আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু এর অপর ছাত্র বশীর ইবনে নাহীকও একটি সংকলন প্রস্তুত করেছিলেন । আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু এর ইন্তিকালের পূর্বে তিনি তাঁকে এ সংকলন পড়ে শুনান এবং তিনি তা সত্যায়িত করেন । এ বিষয়ে বিস্তারিত অবগতির জন্য ডঃ হামীদুল্লাহ কর্তৃক সম্পাদিত সহীফায়ে ইবনে হাম্মাম - এর ভূমিকা দ্রষ্টব্য ।
( চার ) মুসনাদে আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু : সাহাবীদের যুগেই এই সংকলন প্রস্তুত করা হয়েছিল । এর একটি হস্তলিখিত কপি উমর ইবনে আবদুল আযীয ( র ) -এর পিতা এবং মিসরের গভর্ণর আবদুল আযীয ইবনে মারওয়ান ( মৃত্যু ৮৬ হিজরী ) -এর কাছে সংরক্ষিত ছিল । তিনি কাসীর ইবনে মুররাকে লিখে পাঠিয়েছিলেন , তোমাদের কাছে সাহাবায়ে কিরামের যেসব হাদীস বর্তমান আছে তা লিপিবদ্ধ করে আমার কাছে পাঠাও । কিন্তু হযরত আবু হুরাইরা ( রাঃ ) বর্ণিত হাদীস লিখে পাঠানোর প্রয়োজন নেই । কেননা , তা আমার কাছে লিপিবদ্ধ আকারে বর্তমান আছে । আল্লামা ইমাম ইবনে তাইমিয়া ( রঃ ) এর স্বহস্তে লিখিত মুসনাদে আবি হুরাইরা ( রাঃ ) এর একটি কপি জার্মানির গ্রন্থাগারে বর্তমান আছে । ( তিরমিযীর শরাহ তুহফাতুল আহওয়াযী গ্রন্থের ভূমিকা , পৃ . ১৬৫ )
( পাঁচ ) সহীফায়ে হযরত আলী ( রা ) ঃ ইমাম বুখারী ( র ) এর ভাষ্য থেকে জানা যায় যে , এ সংকলনটি বেশ বড় ছিল । এর মধ্যে যাকাত , মদীনার হেরেম , বিদায় হজ্বের ভাষণ ও ইসলামী সংবিধানের ধারাসমূহ বিস্তারিত বর্ণিত ছিল । ( সহীহ বুখারী কিতাবুল ই'তিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ , ১ ম খণ্ড পৃ . ৪৫১ )
( ছয় ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর লিখিত ভাষণ মক্কা বিজয়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু শাহ ইয়ামানী ( রা ) -র আবেদনক্রমে তাঁর দীর্ঘ ভাষণ লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছিলেন । এ ভাষণ মানবাধিকারের দিক নির্দেশনা সম্বলিত । ( সহীহ বুখারী ১ ম খণ্ড , পৃ . ২০ )
( সাত ) সহীফায়ে হযরত জাবির ( রা ) ঃ হযরত জাবির ইবনে আবদুল্লাহ ( রা ) কর্তৃক বর্ণিত হাদীসসমূহ তাঁর ছাত্র ওয়াহ্হাব ইবনে মুনাব্বিহ ( মৃত্যু ১১০ হিজরী ) ও সুলইমান ইবনে কায়েস লশকোরী লিপিবদ্ধ আকারে সংকলন করেছিলেন । এ সংকলনে হজ্বের নিয়মাবলী ও বিদায় হজ্বের ভাষণ লিপিবদ্ধ সন্নিবেশিত হয়েছে ।
( আট ) রেওয়ায়েতে আয়েশা সিদ্দীকা ( রা ) ঃ হযরত আয়েশা ( রা ) কর্তৃক বর্ণিত হাদীসসমূহ তাঁর ছাত্র ও বোনপুত্র উরওয়া ইবনুয যুবায়ের ( র ) লিপিবদ্ধ করেছিলেন । ( তাহযীবুত তাহযীব , ৭ ম খণ্ড , পৃ . ১৮৩ )
( নয় ) আহাদীসে ইবনে আব্বাস ( রা ) : এটি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ( রা ) -এর বর্ণিত হাদীসসমূহের সংকলন । তাবিঈ হযরত সাঈদ ইবনে যুবাইর তাঁর হাদীসসমূহ লিখিত আকারে সংকলন করতেন ।
( দশ ) সহীফায়ে আনাস ইবন মালেক ( রা ) ঃ সাঈদ ইবনে হেলাল বলেন , আনাস ( রা ) তাঁর স্বহস্তে লিখিত একখানা সংকলন বের করে আমাদের দেখাতেন এবং বলতেন এ হাদীসগুলো আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে শুনেছি এবং লিপিবদ্ধ করার পর তা পাঠ করে তাঁকে শুনিয়ে সত্যায়িত করে নিয়েছি । ( সহীফায়ে হাম্মামের ভূমিকা পৃ . ৩৪ )
( এগার ) আমর ইবনে হাযম ( রাঃ ) যাঁকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে পাঠানোর সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি লিখিত নির্দেশনামা দিয়েছিলেন । তিনি শুধু এ নির্দেশনামাই সংরক্ষণ করেননি , বরং এর সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আরও ফরমান যুক্ত করে একটি সুন্দর সংকলন তৈরি করেন । ( ডঃ হামীদুল্লাহ , আল ওয়াসায়িকুস সিয়াসিয়া , পৃ . ১০৫ )
( বার ) রিসালা সামুরা ইবনে জুনদুব ( রা ) ঃ তাঁর ছেলে এটা তাঁর কাছে থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হন । এটা হাদীসের একটা উল্লেখযোগ্য সংকলন । এতে অনেকগুলো হাদীস সন্নিবেশিত হয়েছিল । ( তাহযীবুত তাহযীব , ৪ র্থ খণ্ড , পৃ . ২৩৬ )
( তের ) সহীফায়ে সা’দ ইবনে উবাদা ( রা ) ঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী । তিনি জাহিলী যুগ থেকেই লেখাপড়া জানতেন । তিনি যে সকল হাদীস বর্ণনা করতেন তা এ সংকলনে লিপিবদ্ধ করে রেখেছিলেন ।
( চৌদ্দ ) মাআন থেকে বর্ণিত : তিনি বলেন , আবদুল্লাহ ইবনে মাসউদ ( রা ) -এর পুত্র আব্দুর রহমান আমার সামনে একটি কিতাব এনে শপথ করে বললেন , এটা আমার পিতা আবদুল্লাহ ইবনে মাসউদের ( রা ) স্বহস্তে লিখিত কিতাব । ( জামিউল ইলম , পৃ . ৩৭ )
(১৫) মাকতুবাতে নাফে ' ( র ) ঃ সুলাইমান ইবনে মূসা বলেন , আবদুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু হাদীস বর্ণনা করতেন আর তাঁর আযাদকৃত গোলাম ও ছাত্র নাফে ' তা লিপিবদ্ধ করতেন । ( দারিমী , পৃঃ ৬৯ , সহীফা ইবনে হাম্মামের ভূমিকা , পৃঃ ৪৫ ) যদি গবেষণা ও অনুসন্ধানের ধারা অব্যাহত রাখা হয় তবে উল্লিখিত সংকলনগুলো ব্যতীত আরো অনেক সংকলনের সন্ধান পাওয়া যেতে পারে । এ যুগে সাহাবায়ে কিরাম ও প্রবীণ তাবিঈগণ বেশিরভাগ নিজেদের ব্যক্তিগত স্মৃতিতে সংরক্ষিত হাদীসসমূহ লিপিবদ্ধ করে রাখার প্রতি বেশি আগ্রহী ছিলেন ।
কিন্তু পরবর্তী যুগে হাদীস সংগ্রহ ও সংকলনের কাজ আরো ব্যাপক বিস্তৃতি লাভ করে । এ যুগের হাদীস সংকলকগণ নিজেদের ব্যক্তিগত ভান্ডারের সাথে নিজ নিজ শহর ও অঞ্চলের মুহাদ্দিসগণের সংগৃহীত হাদীস সমূহও সংযোজন করেন ।
The second era.
This era ended in the first half of the second Hijri century.
In this era, a large group of Tabee's voluntarily engaged in the work of compiling hadiths. They collected the written material of the first era in a large scale compilations.
The famous hadith collectors of this era (a) Muhammad Ibn Shihab Zuhri: He is the most famous as Imam Zuhri (died 124 Hijri). He was the best Muhaddith of his era. He learned hadith from companions Abdullah Ibn Umar (RA), Anas Ibn Malek (RA), Sahl Ibn Sa'd (RA) and Tabee Saeed Ibnul Musayyab (RA) and Mahmud Ibn Rabi (RA).
Imam Awazai (RA) and Imam Malik (RA) and famous hadith scholars Imams like Sufyan Ibn Uwayna (RA) were among his students. In 101 Hijri, Umar Ibn Abdul Aziz (RA) ordered him to collect hadiths and compile them. Furthermore, he ordered Abu Bakr Muhammad ibn Amr ibn Ham, the governor of Madinah, to write down the collection of hadiths that had been collected by Amrah, daughter of Abdur Rahman, and Qasim ibn Muhammad.
This Amrah (ra) was a distinguished student of Hazrat Ayesha Siddiqa (ra) and Qasim Ibn Muhammad was her nephew. Hazrat Ayesha (ra) arranged his education and training under her supervision. (Tahjibut Tahjib, Bh. 7 p. 172) Hazrat Umar Ibn Abdul Aziz (RA) strongly instructed all the responsible officials of the Islamic state to collect and compile this great treasure of hadith. As a result, a huge collection of hadith reached the capital. Caliph prepared a collection of collected hadiths and distributed them all over the country.
(Tazakiratul Huffaz, B, 1 p. 106; Jamiul Illm, p. 38) After compiling the hadith collected by Imam Zuhri, other scholars of this era also started the work of compiling the book of hadith. Abdul Malek Ibn Jurayz (died 150 AH) in Mecca, Imam Awayi (died 157 AH) in Syria, Ma'mar Ibn Rashed (died 153 AH) in Yemen, Imam Sufyan Sawri (died 161 AH) in Kufa, Imam Hammad Ibn Salama (died 167 AH) ) in Basra and Imam Abdullah Ibnul Mubarak (died 181 AH) played a pioneering role in collecting and compiling hadiths in Khorasan.
(2) Imam Malek Ibn Anas (RA): (Born 93 Hijri, died 179 Hijri) After Imam Zuhri, he was foremost in the field of Hadith compilation and teaching in Medina.
He especially benefited from the knowledge of Nafe', Imam Zuhri and other scholars.
The number of his teachers reached up to nine hundred, and thousands of Hadith centers of education in Hijaz, Syria, Iraq, Palestine, Egypt,
Africa and Andalusia (Spain) were directly satisfied by the transmission of his knowledge. Among his students were great Imams like Lais ibn Sa'd (died 175 AH),
Ibn al-Mubarak (d. 181 AH), Imam Shafi'i (d. 204 AH) and Imam Muhammad Ibn Hasan Ash-Shaibani (d. 189 AH).
Bangla Version
দ্বিতীয় যুগ
এ যুগটি প্রায় দ্বিতীয় হিজরী শতকের প্রথমার্ধে গিয়ে শেষ হয় । এ যুগে তাবিঈদের একটি বিরাট দল স্বেচ্ছায় প্রণোদিত হয়ে হাদীস সংকলনের কাজে আত্মনিয়োগ করেন । তাঁরা প্রথম যুগের লিখিত ভান্ডারকে ব্যাপক আকারে সংকলনসমূহে একত্র করেন । এ যুগের প্রসিদ্ধ হাদীস সংগ্রহকারীগণ( ক ) মুহাম্মদ ইবনে শিহাব যুহরী : ইনি ইমাম যুহরী নামে সর্বাধিক প্রসিদ্ধ ( মৃত্যু ১২৪ হিজরী ) । তিনি নিজ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন । তিনি সাহাবী আবদুল্লাহ ইবনে উমর ( রা ) , আনাস ইবনে মালেক ( রা ) , সাহল ইবনে সা'দ ( রা ) এবং তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়্যাব ( র ) ও মাহমুদ ইবন রাবী ( র ) প্রমুখের কাছে থেকে হাদীস শিক্ষা লাভ করেন । ইমাম আওযায়ী ( র ) ও ইমাম মালেক ( র ) এবং সুফিয়ান ইবনে উয়াইনা ( র ) -এর মত প্রখ্যাত হাদীস বিশারদ ইমামগণ তাঁর ছাত্রদের অন্তর্ভুক্ত । ১০১ হিজরীতে উমার ইবনে আব্দুল আযীয ( র ) তাঁকে হাদীস সংগ্রহ করে তা একত্র করার নির্দেশ প্রদান করেন । এতদ্ব্যতীত তিনি মদীনার গভর্নর আবু বাকর মুহাম্মাদ ইবনে আমর ইবনে হামকে নির্দেশ দেন যেন তিনি আবদুর রহমান কন্যা আমরাহ ও কাসিম ইবনে মুহাম্মাদের কাছে হাদীসের যে ভান্ডার সংগৃহীত রয়েছে তা লিখে নেন । এই আমরাহ ( র ) ছিলেন হযরত আয়েশা সিদ্দীকার ( রা ) বিশিষ্ট ছাত্রী এবং কাসিম ইবনে মুহাম্মাদ হলেন , তাঁর ভ্রাতুষ্পুত্র । হযরত আয়েশা ( রা ) নিজের তত্ত্বাবধানে তাঁর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন । ( তাহযীবুত তাহযীব ,
খ . ৭ পৃ . ১৭২ ) হযরত উমর ইবনে আবদুল আযীয ( র ) ইসলামী রাষ্ট্রের সকল দায়িত্বশীল কর্মকর্তাকে হাদীসের এ বিরাট ভান্ডার সংগ্রহ ও সংকলনের জন্য জোর নির্দেশ দিয়েছিলেন । ফলে হাদীসের এক বিরাট ভান্ডার রাজধানীতে পৌছে গেল । খলীফা সংগৃহীত হাদীসসমূহের সংকলন প্রস্তুত করিয়ে দেশের সর্বত্র পৌছে দিলেন । ( তাযাকিরাতুল হুফ্ফাজ , খ , ১ পৃ . ১০৬ ; জামিউল ইল্ল্ম , পৃ . ৩৮ ) ইমাম যুহরীর সংগৃহীত হাদীস সংকলন করার পর এ যুগের অন্যান্য আলেমগণও হাদীসের গ্রন্থ সংকলনের কাজ শুরু করেন । আবদুল মালেক ইবনে জুরাইজ ( মৃত্যু ১৫০ হিজরী ) মক্কায় ,
ইমাম আওযায়ী ( মৃত্যু ১৫৭ হিজরী ) সিরিয়ায় , মা'মার ইবনে রাশেদ ( মৃত্যু ১৫৩ হিজরী ) ইয়ামানে , ইমাম সুফিয়ান সাওরী ( মৃত্যু ১৬১ হিজরী ) কুফায় , ইমাম হাম্মাদ ইবনে সালামা ( মৃত্যু ১৬৭ হিজরী ) বসরায় এবং ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক ( মৃত্যু ১৮১ হিজরী ) খোরাসানে হাদীস সংগ্রহ ও সংকলনের কাজে অগ্রগামী ভূমিকা পালন করেন । ( দুই ) ইমাম মালেক ইবনে আনাস ( রহ ) : ( জন্ম ৯৩ হিজরী , মৃত্যু ১৭৯ হিজরী ) ইমাম যুহরীর পরে মদীনায় হাদীস সংকলন ও শিক্ষা দানের ক্ষেত্রে সর্বাগ্রগণ্য ছিলেন । তিনি নাফে ' ,
ইমাম যুহরী ও অপরাপর আলেমের ইলম দ্বারা বিশেষভাবে উপকৃত হন । তাঁর শিক্ষকদের সংখ্যা নয় শত পর্যন্ত পৌঁছেছিল , তাঁর জ্ঞানের প্রস্রবণ থেকে সরাসরি হিজায , সিরিয়া , ইরাক , ফিলিস্তীন , মিসর , আফ্রিকা ও আন্দালুসিয়ার ( স্পেন ) হাজারো হাদীসের শিক্ষা কেন্দ্র তৃপ্ত হয়েছে । তাঁর ছাত্রদের মধ্যে লাইস ইবনে সা'দ ( মৃত্যু ১৭৫ হিজরী ) , ইবনুল মুবারক ( মৃত্যু ১৮১ হিজরী ) , ইমাম শাফিঈ ( মৃত্যু ২০৪ হিজরী ) ও ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ - শাইবানী ( মৃত্যু ১৮৯ হিজরী ) -এর মত মহান ইমামগণ অন্তর্ভুক্ত ছিলেন ।